আশিক বিন রহিমের কবিতা উড়ালপঙ্খি

আশিক বিন রহিম

উড়ালপঙ্খি

আশিক বিন রহিম

মানুষ এক উড়ালপঙ্খি

আমি তারে বাইন্দা রাখি না- সুঁতার দড়ি দিয়া

লোহার শিয়লে আটকায়া মাগি না সুখ

চাইরকোণা ঘরে।

আমি চাই মানুষের পাখনা থাহুক- মেঘের লাহান
জমিন আর আসমান মিলায়া দেউক
পাখনা ঝাঁপটানি কুয়ারায়।

উড়াল মানুষই বেশি ভালো দেহি আমি
রঙে-ঢঙে, আহ্লাদে তার উড়ান-নাচন
বাতাসের লাহান- বহুক অবারিত।

উড়ালপঙ্খিরে বাইন্দা কী রাখা যায় কও
পিরিতের সুতা দিয়া; তারে তুমি উড়তে দিও
গলায় বাইন্দা দিও পরাণের তাবিজমালা
যতোদিন টান থাহে; বেশিদূর যাইবো না।

মন্তব্যসমূহ